সিংড়ায় রেনেসাঁ শিক্ষা কর্মসূচির পরিচালক গ্রেফতার


প্রকাশিত: ১০:৩০ এএম, ২২ জুলাই ২০১৬

নাটোরের সিংড়ায় এনজিও পরিচালিত স্কুলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে খন্দকার আল-আমিন নামে এক পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল-আমিন রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শিক্ষা কর্মসূচি প্রকল্পের পরিচালক ছিলেন। আল-আমিন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চুয়াখালি গ্রামের খন্দকার লোকমান হোসেনের ছেলে।

সিংড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, আদালতে আসামি খন্দকার আল আমিনের বিরুদ্ধে ৪০৮ এবং ৪২০ ধারায় প্রতারণা মামলা দায়ের করা হয়। সংস্থাটির চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ওই মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী পৌর-শহরের পাড়া জয়নগর এলাকায় অভিযান চালিয়ে আসামি খন্দকার আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্র জানায়, সমবায় অধিদফতর কর্তৃক নিবন্ধিত রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের শিক্ষা কর্মসূচি প্রকল্পের পরিচালক খন্দকার আল-আমিন সংস্থাটির ৩৪টি স্কুল পরিচালনা করে আসছিল। কিন্তু বিভিন্ন সময় স্কুল পরিচালনার নামে সংস্থাটির প্রকল্প থেকে ১০লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে আল-আমিনের বিরুদ্ধে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সংস্থাটির চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু।

এর আগে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করা হলে শালিসি বৈঠকে আল আমিন টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে ওই বৈঠকেই গত ২৩ জুনের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এ অবস্থায় আল-আমিন আত্মসাতের আংশিক ৮৭ হাজার টাকা সমমূল্যের অগ্রণী ব্যাংকের একটি চেক সংস্থার চেয়ারমানকে প্রদান করেন।

পরবর্তীতে বাদী ওই চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা ডিজানার হয়। পরে আদালতের নির্দেশে শুক্রবার সিংড়া থানা মামলাটি আমলে নিয়ে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

রেনেসাঁ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু জানান, আসামি আল আমিন আমার সঙ্গে প্রতারণা করে প্রকল্প থেকে অনেক টাকা আত্মসাৎ করেছে। এখন আমাকেই হুমকি ধামকি দিচ্ছে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা ছাড়াও থানায় তার বিরুদ্ধে আরো দুইটি সাধারণ ডায়েরি করেছে বাদীপক্ষ।

রেজাউল করিম রেজা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।