হবিগঞ্জে নৌকাডুবিতে একই পরিবারের চারজনের মৃত্যু


প্রকাশিত: ১১:০২ এএম, ২২ জুলাই ২০১৬
ফাইল ছবি

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে ৩ শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকার অপর তিন আরোহী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত রমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), তার ছেলে মুজাহিদ মিয়া (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং হক মিয়ার ভাই লুপ মিয়ার ছেলে সুরাব মিয়া (৮)।

আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, বরাগীরকান্দি গ্রাম থেকে শুক্রবার দুপুরে একই পরিবারের সাতজন একটি ইঞ্জিনচালিত নৌকায় লাখাই উপজেলার স্বজনগ্রামে যাচ্ছিলেন। এক পর্যায়ে নৌকাটি স্বজনগ্রামের নিকটবর্তী ধলেশ্বরী নদীতে ডুবে যায়। এসময় তিনজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও অপর চারজন পানিতে ডুবে যান। জীবিত উঠে আসা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজিদুল ইসলাম জানান, এটি হাওরবেষ্টিত এলাকা। এখানে বর্ষায় চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। তারা পারাপারের সময় নদীতে পানির তোড় বেশি থাকায় নৌকাটি ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।