হবিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া


প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৪ জুলাই ২০১৬

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ধর্মঘট পালন করতে যায় ছাত্রদল। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দেয়। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি বেশামাল হয়ে ওঠার আগেই ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ছোটাছুটি করতে থাকে। রোববার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। কলেজ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।