কামতা-কুবিরখালি প্রাথমিক বিদ্যালয়টি ৩৮ বছরেও এমপিওভুক্ত হয়নি


প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৫ জুলাই ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার কামতা-কুবিরখালি গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩৮ বছরেও এমপিওভুক্ত হয়নি। ফলে দীর্ঘ সময় বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

গ্রামবাসী জানান, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা-কুবিরখালি গ্রামে মধ্যপাড়ায় গ্রামবাসীর প্রচেষ্টায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালের ১২ই মে ৩৩ শতাংশ জমির উপর চাটাই ও উপরে টিনের ছাউনি দিয়ে স্কুলটিতে পাঠদান কার্যক্রম শুরু হয়।

প্রাক্তন প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার দীর্ঘ দিনেও এমপিওভুক্ত হয়নি। এটা শিক্ষকদের জন্য খুবই হতাশার ব্যাপার। জীবনের শেষে এসে বিদ্যালয়ের শিক্ষকগণ এমপিওভুক্ত হতে পারলে ভাল লাগতো।  

বর্তমান প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, ২০১৩ সালে জুলাই মাসে সরকারের ঘোষণানুযায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও আজও বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, শিক্ষকরা বেতন ভাতা পান না এটা খুবই কষ্টের ব্যাপার। অতি দ্রুত এমন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও করণের বিষয়ে একটা সিন্ধান্ত আসবে বলে তিনি জানান।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।