সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৫ জুলাই ২০১৬

পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে উপজেলার লতিঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিগেন চন্দ্র বর্মণ তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।  

অভিযুক্তরা হলেন- আটোয়ারী উপজেলার তোড়িয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. শাহজাহান আলী ওরফে মিন্টু এবং একই উপজেলার কিসমত এলাকার বিমল দাসের ছেলে সুকুমার দাস ওরফে বাবু।

মামলার বিবরণে জানা যায়, গত কয়েক দিন ধরে অভিযুক্ত দুই সাংবাদিক নিজেদের অনলাইন এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করেন। রোববার লতিঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি দেয়াল থেকে নামান ওই দুই সাংবাদিক। সে ছবি বিকৃত করে তারা ওই স্কুলের শিক্ষকদের হাতে ধরিয়ে দিয়ে ছবি তোলেন। এরপর জাতির জনকের ছবির অমর্যাদা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এমন অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তারা। তা না হলে জাতীয় পত্রিকা এবং ফেসবুকে খবর প্রকাশের হুমকি দেন ওই দুই সাংবাদিক। গত কয়েক দিনে তারা উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন কাণ্ড করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ওই শিক্ষক মামলার অভিযোগে উল্লেখ করেন, রোববার বিকালে ওই দুই সাংবাদিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিগেন চন্দ্র বর্মণকে মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে আসতে বলেন। এ সময় তারা একই অভিযোগ তুলে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তিনিসহ প্রতিষ্ঠানের নামে জাতীয় পত্রিকায় প্রকাশ করার হুমকি দেন। পরে প্রধান শিক্ষক তাদের কথোপকথন মোবাইল ফোনে ধারণ (রেকর্ড) করে স্থানীয় শিক্ষক নেতাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি থানায় জানালে পুলিশ তাদের গ্রেফতার করে।

আটোয়ারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নামধারী ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।