ইবি ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৬ জুলাই ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুজার গিফারী গাফফারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত গাফফার ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও শৈলকুপা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বড়দা গ্রামের দিয়ানত মণ্ডলের ছেলে।

মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ এসআই অজয় কুণ্ডু অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শৈলকুপা থানায় হস্তান্তর করেন।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।