বাংলাবান্ধা মহাসড়কে অবস্থান নিয়েছে পানিবন্দিরা
টানা বৃষ্টি আর উজান থেকে বয়ে আসা পানির ঢলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দার তীরবর্তী আরো প্রায় ৯টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষ তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে অবস্থান নিয়েছে। অনেকে প্রতিবেশীসহ তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতেও আশ্রয় নিয়েছেন। তবে পঞ্চগড় পৌরসভা এবং আশপাশ এলাকার পানি কমতে শুরু করলেও মঙ্গলবার বিকেল থেকে পানি বাড়তে দেখা গেছে।
তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ি স্লুইস গেট থেকে মঙ্গলবার দুপুর থেকে ধেয়ে আসা পানিতে মহান্দার বাংলাদেশ অংশে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাংলাবান্ধা, তীরনইহাট, তেঁতুলিয়া সদর ও ভজনপুর ইউনিয়নের ৯টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এসব গ্রামের মধ্যে বাংলাবান্ধা ইউনিয়নের রনচন্ডি বাজার, ইসলামপুর, গোয়াবাড়ি, বাবুয়ানিজোত, কাশিমগছ, ভক্তিডাঙ্গি, জামাদারগছ, খয়খটপাড়া ও ভুড়িমুটকি গ্রামের পানিবন্ধি অধিকাংশ মানুষ দুইদিন ধরে ঘরছাড়া।
অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের করতোয়ার পানি কমতে শুরু করেছিল। অনেকের বাড়ি থেকেও নেমে যায় ঢলের পানি। তবে দিনভর বৃষ্টিতে বিকেল থেকে পঞ্চগড় পৌরসভা এলাকায় আবারো পানি বাড়তে থাকে।
তীরনইহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. মসলিম বলেন, মহানন্দার ওপারে ভারত অংশের মহানন্দা দিয়ে হু হু করে পানি তেঁতুলিয়ায় ঢুকছে। আমাদের গোটা গ্রাম পানিতে তুলিয়ে গেছে। পানির তোড়ে আবাদি জমি ধসে যাচ্ছে। আমরা পরিবার নিয়ে সড়কে অবস্থান নিয়েছি।
তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শাহিন বলেন, দুদিন ধরে মাঝে মধ্যেই মহানন্দার পানি ওঠানামা করছে। পানি কমতে শুরু করলে মুহূর্তে আবারো বাড়িঘর পানিতে তলিয়ে যাচ্ছে। আতঙ্কিত হয়ে মানুষজন মহাসড়কে অবস্থান নিয়েছে।
উপজেলা পরিষদ থেকে দুর্গতদের জন্য শুকনা খাবার ব্যবস্থা করা হয়েছে। ত্রাণের জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়েছে।
সফিকুল আলম/এআরএ/আরআইপি