রাজাপুরে ৩ গাঁজা সেবীর দণ্ড


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

ঝালকাঠি জেলার রাজাপুরে গাঁজা সেবন ও রাখার অপরাধে তিন গাঁজাসেবীকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাঠিপাড়া গ্রামের জলিল তালুকদারের ছেলে তরিকুল (১৯), কাউখালীর জয়কুল গ্রামের মৃত মোকসেদ সরদারের ছেলে আলাউদ্দিন সরদার (১৮) ও কাউখালীর আইরণ গ্রামের আজিজুল খানের ছেলে উজ্জ্বল খান (২০)।

এর আগে দুপুরে উপজেলা কাঠিপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই তিন গাঁজাসেবীকে আটক করে পুলিশ।

রাজাপুর সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।