শেরপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত
শেরপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার দুপুরে জেলার পৃথক স্থানে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো, শেরপুর সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের ইজ্জত আলীর ছেলে জোসনা মিয়া (৫৫) ও নালিতাবাড়ীর উপজেলার উত্তর কালিনগর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মিয়া হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমান জমি তৈরির জন্য দুইজন দিন মজুর নিয়ে হাল চাষ করছিলেন। নিহত কৃষক জোসনা মিয়া সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের। এসময় আকস্মিক বজ্রপাতে কৃষক জোসনা মিয়া নিহত ও তার দুই সহযোগী আহত হয়। এসময় তার হালের একটি গরুও মারা যায়।
শেরপুর জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, বেলা সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর কালিনগর গ্রামের কৃষক মিয়া হোসেন ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত তার ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাকিম বাবুল/এআরএ/এমএস