হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হাকিম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং রাজমিস্ত্রি।
নিহতের বাবা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হাকিম মিলন বাজার এলাকায় রাজ মিস্ত্রির কাজ করছিল। কর্মরত অবস্থায় তিনি একটি বাঁশের খুঁটি সরাতে যায়। এমতাবস্থায় বাঁশের খুঁটির সঙ্গে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ধীমান রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাকিমকে হাসপাতাপালে নিয়ে আসার আগে মারা গেছে।
রবিউল ইসলাম/এআরএ/এমএস