শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বিঘ্নিত


প্রকাশিত: ০১:০২ পিএম, ৩০ জুলাই ২০১৬

গত এক সপ্তাহ ধরে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় চার শতাধিক যানবাহন।

 এদিকে গত কয়েকদিনের তুলনায় শনিবার ১৩টি ফেরি চলাচল করেছে। লৌহজং ট্রানিংয়ে তীব্র স্রোতের সঙ্গে ফেরিকে লড়াই করে টেনে নেয়ার জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চক্ষমতার টাগ ব্যবহার করা হচ্ছে।

তবে যে ফেরিগুলো চলাচল করছে তার সময় লাগছে প্রায় দেড়গুণ। এই সীমিত ফেরি চলাচলের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বাস ও ছোট যানকে প্রাধান্য দেয়ায় পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়েছে বেশি।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে চারটি রোরো, চারটি কে-টাইপ, চারটি ডাম্প ও একটি মিডিয়াম ফেরি। ১৩টি ফেরি দিয়ে এখন যানবাহন পারাপার করা হচ্ছে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।