ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ৩০ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠিতে পানিতে ডুবে চার বছর বয়সী সুরাইয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শহরের পুলিশ লাইনের পেছনে বেদেপাড়ায় শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। সুরাইয়ার একই গ্রামে শ্রমিক মাসুদের মেয়ে।

স্থানীয়রা জানায়, বিকেল পৌনে ৪টার দিকে খালপাড়ে খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় সুরাইয়া। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলিনি। পরে ১৫-২০ মিনিট পরে তার দেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।