বিপুল পরিমাণ মাদকসহ ৪ ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৮:০৫ এএম, ৩১ জুলাই ২০১৬

ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকাল ও রাতে ঝিনাইদহ সদর উপজেলার আড়পাড়া ও চুয়াডাঙ্গা জেলার বনানীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো-ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার মকছেস আলীর ছেলে রোকন মন্ডল (২৫), আরাপপুর মাস্টার পাড়ার ইউনুস আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার জয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও দামুড়হুদা উপজেলার সিনেমা হল পাড়ার মখলেছুর রহমানের ছেলে অন্তর হোসেন (২২)।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আলাদা অভিযান চালায় তারা। সে সময় ঝিনাইদহ শহরের আড়পাড়া থেকে ১৮০ বোতল ফেনসিডিল, ৫০ গ্রাম গাজা ও নগদ ৬ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয় রোকন মন্ডল ও শরিফুল ইসলামকে।

atok

অপরদিকে, চুয়াডাঙ্গার বনানীপাড়া থেকে আটক করা শহিদুল ইসলাম ও অন্তর হোসেনকে।পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী কবরস্থান থেকে উদ্ধার করা হয় ৬ বোতল বিদেশি মদ, ১২৭ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল ও নগদ ২২৩৮ টাকা।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর ও চুয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।