শিয়াল তাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০৯:২৬ এএম, ৩১ জুলাই ২০১৬

খামার থেকে শিয়াল তাড়াতে গিয়ে ভোলা জেলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার দিদারুলা গ্রামের নোমান খানের ছেলে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র সাকিব (১৪) ও দুলাল হোসেনের ছেলে শামীম (২১)।
 
দৌলতখান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সকালে শামীম তার বাড়ির মুরগির খামারের লাইট অন করলে শিয়াল দেখতে পায়। এ সময় শিয়াল তাড়াতে গিয়ে ঘরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ অবস্থায় তাকে উদ্ধার করতে প্রতিবেশী শামীম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই সাকিব ও হাসপাতালে নেয়ার পথে শামীমের মৃত্যু হয়।

অমিতাভ অপু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।