ঝালকাঠিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতুর পশ্চিম ঢালে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এতে ব্যাপক ক্ষতি হয়েছে যাত্রীবাহী বাস, মিনি ট্রাক ও মোটরসাইকেলের। রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যাত্রীরা জানান, ব্রিজের পশ্চিম পাশ থেকে ওঠার সময় ধানসিঁড়ি পরিবহনের (ঢাকা-চ-১৭২২) বাসাট অন্য একটি যাত্রীবাহী বাসকে অতিক্রমের চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা রাজাপুরগামী মালবাহী মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। পাশাপাশি রাজাপুরের একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলও ওই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় যানবাহন তিনটি দুমড়ে-মুচড়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মিনি ট্রাকচালক রাজাপুরের ইন্দ্রপাশা গ্রামের শফিকুল (৩২), বাসযাত্রী কাউখালীর শিয়ালকাঠি গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২৫), মানিক হোসেন (৪২), খুলনার মনির হোসেন (২৮), মোটরসাইকেল চালক রাজাপুরের বাঘড়ি এলাকার মিজু (৩৫) ও সাইফুল (২৬) আহত হন। এদের মধ্যে শফিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, খবর পেয়ে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইম সিন সংরক্ষণ করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আতিকুর রহমান/এআরএ/আরআইপি