গাইবান্ধায় বিএনপির ৬ নেতা কারাগারে


প্রকাশিত: ১২:২২ পিএম, ৩১ জুলাই ২০১৬
প্রতীকী ছবি

গাইবান্ধা জেলায় নাশকতা মামলার আসামি সাঘাটা ও পলাশবাড়ি উপজেলার ছয় বিএনপি এবং ছাত্রদল নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রোববার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে হাজির হয়ে ওই নেতারা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হচ্ছেন- সাঘাটা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈন প্রধান লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু মিয়া, পলাশবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব গফুর, পলাশবাড়ি থানা ছাত্রদল আহবায়ক বকুল মিয়া ও যুগ্ম আহবায়ক মিলন মিয়া এবং থানা বিএনপির সদস্য ওয়াহেদ মিয়া।

গাইবান্ধা আদালত সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অমিদ দাশ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।