মুন্সীগঞ্জে নিম্নাঞ্চলের ৪০টি গ্রাম প্লাবিত
মুন্সীগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাগ্যকূল পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার িউপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ৪০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলে টানা কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে সূত্রটি। তবে এভাবে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।
ভাগ্যকূল পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী জয়নাল আবেদিন জানান, ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরঘেঁষা ঘরবাড়িতে পানি এসে গেছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেকুজ্জামান জানান, এ উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যার মতো পরিস্থিতি হয়নি। পানি আরো বৃদ্ধি পেলে বন্যায় রূপ নেবে।
এমএএস/পিআর