বান্দরবানে জেএসএস সভাপতি গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০১ আগস্ট ২০১৬

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা সভাপতি উচোমং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কালাঘাটার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার সুয়ালক ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানপুর এলাকার বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। পরে সোমবার ভোরে শহরের বালাঘাটা এলাকায় নিজ বাসা থেকে উচোমংকে গ্রেফতার করে পুলিশ।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, উচোমং মারমার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলার পর তাকে গ্রেফতার করা হয়েছে ।

এদিকে, আওয়ামী লীগ নেতা মংপু অপহরণের মামলায় উচো মং মার্মা গত ২৬ জুলাই হাইকোর্টে থেকে আগাম জামিনে মুক্তি পান।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।