লামায় ইউপি সদস্য অপহৃত : মুক্তিপণ দাবি
বান্দরবানের লামায় নুরুল আবছার নামে এক সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরের দিকে তাকে অপহরণ করা হয়।
নুরুল আবছার উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের হারগাছা এলাকার মৃত সৈয়দ উল্লাহর ছেলে।
অপহরণের পর পর তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
অপহৃতের ছেলে মিজানুর রহমান জানান, শুক্রবার ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল বাবার ঘরে প্রবেশ করে। পরে তাকে অস্ত্রের মুখে নিয়ে যায় এবং মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন জানান, অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে তাকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধারে নেমেছে পুলিশ।
সৈকত দাশ/এসএস/পিআর