হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল অস্ত্র-গুলি উদ্ধার


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০১ আগস্ট ২০১৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিং চর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার বেলা পৌনে ১টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

হাতিয়া মোর্শেদ বাজার ক্যাম্পের ইনচার্জ খন্দকার আসাদুল ইসলাম জাগো নিউজকে জানান, দুপুরের দিকে পুলিশ কেরিং চরের মেঘনা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তা উদ্ধার করে। পরে বস্তা খুলে দেখা যায়, দুটি এলজি, একটি থ্রিনট থ্রি রাইফেল, একনালা বন্দুক ৮টি, দোনালা বন্দুক একটি, বড় ছোরা দুটি, দা চারটি, শটগানের গুলি ৬০টি এবং রাইফেলের গুলি ৮০টি।

তিনি আরো জানান, হাতিয়ায় জলদস্যু ও বনদস্যুর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, অভিযানের সময় তারা এসব অস্ত্র ও গুলি মাটির নিচে রেখে দেয়। এখন নদীর পাড় ভেঙে যাওয়ায় বস্তাভর্তি অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

মিজানুর রহমান/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।