ফরিদপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০১:২১ পিএম, ০১ আগস্ট ২০১৬

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুরে বন্যার পানিতে ডুবে তাইম(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তাইম চরহরিরামপুর ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের ফরহাদ ফকিরের ছেলে।

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান আমীর হোসেন খান জানান, বন্যায় বাড়িতে পানি উঠায় শিশুকে উঁচু স্থানে রেখে পরিবারের লোকজন কাজ করছিল। কোনো এক সময় পানিতে পড়লে শিশুটির মৃত্যু হয়। পরে বাড়ির উঠানের পানিতে তাইমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা।

খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) পারভেজ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। শোকসন্তপ্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা সহায়তা করেন তিনি।

এস.এম. তরুন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।