ভাড়া বেশি নেয়ায় বিআইডব্লিউটিসির অফিসে হামলা


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০১ আগস্ট ২০১৬

ভোলা-লক্ষ্মীপুর রুটে ভাড়া বেশি নেয়ার অভিযোগে বিআইডব্লিউটিসির ম্যানেজারের অফিসকক্ষ ভাঙচুর করেছে শ্রমিকরা। একই সঙ্গে ১১টি গাড়িসহ ফেরি কিষাণী ৬ ঘণ্টা আটকে রাখে তারা।

সোমবার দূরপাল্লার যাত্রীবাহী বাস পরিবহন মালিক সমিতির ব্যানারে মালিক শ্রমিকরা এ হামলা চালায়। এ ঘটনায় সন্ধ্যায় ফেরির ম্যানেজার আবু আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

ম্যানেজার আবু আলম অভিযোগ করেন, ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট পর্যন্ত ২৬ কিলোমিটার নৌপথে আগে বাসপ্রতি ভাড়া ছিল ২ হাজার ৬০০ টাকা। ইলিশা ঘাট ভেঙে মেঘনা নদীতে বিলীন হলে বিকল্প হিসেবে আরো ২৬ কিলোমিটার দূরের ভেদুরিয়া ঘাট থেকে ফেরি চলাচল করে।

গত ১১ এপ্রিল থেকে ভেদুরিয়া থেকে মজুচৌধুরী ঘাট পর্যন্ত ৫২ কিলোমিটার নৌপথের জন্য ভাড়া নির্ধারণ হয় ৫ হাজার ২০০ টাকা। গত তিন মাস ধরে ওই ভাড়ায়ই ফেরিতে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। কিন্তু  পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আবু মিয়ার নেতৃত্বে মালিক শ্রমিকরা ২ হাজার ৬০০ টাকা ভাড়া রাখার দাবি জানান। দাবি না মানায় সোমবার এ হামলা করা হয়।  

অমিতাভ অপু/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।