চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ০২ আগস্ট ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম থেকে জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গান পাউডার ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সদর উপজেলার চামাগ্রামে একটি নাইট স্কুলে জামায়াত-শিবির গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গান পাউডার ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।