নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০২ আগস্ট ২০১৬

নাটোর জেলার হাইওয়ে পুলিশের যানবাহনবিরোধী অভিযানে পাবনার এবি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আটকের জের ধরে নাটোরের সঙ্গে পাবনার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত নাটোর-পাবনা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।  

পাবনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, গতকাল সোমবার নাটোর রেলগেট এলাকায় একটি বাস আটক করে হাইওয়ে পুলিশ। পরে বাসটি ছেড়ে দেয়া হয়। এ সময় হাইওয়ে পুলিশ বাসচালক ও সহযোগির সঙ্গে দুর্ব্যাবহার করেন। সেই সঙ্গে পরদিন থেকে এবি পরিবহন নাটোরে চালানোর বিষয়ে হুমকি দেয়া হয়। বিষয়টি নাটোর মালিক সমিতিকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি।

এ কারণে মঙ্গলবার সকাল থেকে নাটোর-পাবনা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে অন্যান্য জেলার সঙ্গে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মূলত নাটোর মালিক সমিতির একটি বাস পাবনা থেকে ফিরিয়ে দিলে নাটোর ও পাবনার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষন পোদ্দার জানান, হাইওয়ে পুলিশের অভিযানে একটি বাস আটক করা হয়। বিষয়টি জানার পর যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান যানবাহন নাটোর হাইওয়ে পুলিশকে বলে ছাড়িয়ে নেয়। ওইদিন বিকালে বরিশালগামী তার তুহিন পরিহন বাসটি পাবনায় পৌঁছালে পাবনার মালিক সমিতি বাসটি ফিরিয়ে দেয়। ওদিকে মঙ্গলবার সকাল থেকে তারাও কোনো বাস নাটোরে পাঠায়নি। সেই সঙ্গে আমাদের কোনো বাসকেও পাবনা এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের সার্জন আব্দুল হামিদ জানান, পাবনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী এবি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক এবং গাড়ির বৈধ কাগজপত্র না বাসটি আটক করা হয়। পরে নাটোর মালিক সমিতির সুপারিশে মামলা না দিয়ে বাসটি ছেড়ে দেয়া হয়। এটা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হয়ার কথা না।

নাটোর প্রতিনিধি/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।