শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত


প্রকাশিত: ১২:২১ পিএম, ০২ আগস্ট ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় খুদেজা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী নামকস্থানে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুদেজা বেগম কদমতলী গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে খুদেজা বেগম মহাসড়ক পারাপারের সময় নতুন ব্রীজগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।