ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মিশনপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফজলে রশিদ রাব্বি (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় রকি নামের আরো একজন আহত হয়েছে।
বুধবার বেলা দেড়টার দিকে কালীগঞ্জ-কোলা সড়কের মিশনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুর ছেলে ও শহীদ নুর আলী কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র।
কালীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাব্বি ও তার বন্ধু রকি মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে কোলা-কালীগঞ্জ সড়কের মিশনপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত রকিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস