পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ধাক্কারামারা এলাকার রেলওয়ের পরিত্যক্ত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড়-আটোয়ারী সড়কের পাশে ওই পুকুরে পরিচয়হীন এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় কেউ মরদেহ শনাক্ত করতে পারেনি।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মমিন বলেন, এখন পর্যন্ত কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সফিকুল আলম/এআরএ/পিআর