পাশের বাড়ির ছেলেটিকে ফেরানোর দায়িত্ব আপনার


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০১৬

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. মোখলেসুর রহমান বিপিএম বলেছেন, পাশের বাড়ির কোনো সন্তান যদি জঙ্গিবাদের পথে চলে যায়, তাকে ফেরানোর দায়িত্ব আপনার। শুধু পুলিশকে দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা কঠিন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষকেও জঙ্গিবাদ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং ও সুধীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাডিশনাল আইজিপি।  

তিনি বলেন, আপনার পাশে স্কুল, কলেজ, মাদরাসায় যদি কোনো জঙ্গি তৎপরতার আলামত পাওয়া যায়, তাদের বিষয়ে তথ্য দিন। আর যদি পারেন তাদেরকে ওই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করবেন।

আইজিপি মো. মোখলেসুর রহমান বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশকে স্বাধীন করেছি। আমরা কি শুধু দেশ স্বাধীনের জন্যে যুদ্ধ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ ছিলো না। অবশ্যই ছিল। আমরা চেয়েছি উন্নত সমৃদ্ধ একটি দেশ। যেদেশে বসবাস করে আমরা গর্ববোধ করবো, স্বাধীনভাবে রাষ্ট্রে বসবাস করবো। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না।  

নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।