নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহারের অধ্যক্ষের উপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৫ আগস্ট ২০১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তাইন্নামার ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বাইশারি ইউনিয়নে ভাবনাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মুখোশ পরিহিত ৫/৬ জন ভাবনখালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা চালায়। এসময় বৌদ্ধ ভিক্ষুসহ তার দুই শিষ্য বিহারে অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের বিহারের দরজা ভাঙার আওয়াজ শুনতে পেয়ে হামলার খবর বিহারের মাইকে প্রচার করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে, রাতে বিহারের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয়রাও বিহারের আশপাশে টহল দিতে থাকে।

বিহারের অধ্যক্ষ তাইন্নমা জানান, হামলায় বিহারের কয়েকটা দরজা-জানালা ভেঙে গেছে।

বাইশারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, রাত থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, গত ১৩ মে বাইশারি ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাককে বিহারের মধ্যে জবাই করে এবং ৩০ জুন একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সৈকত দাশ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।