চলাচলের অযোগ্য মহেশপুরের সড়কগুলো


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ আগস্ট ২০১৬

মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রধান প্রধান সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার দুই পাশের এজিং ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

জানা যায়, ৪০৫,৪৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ উপজেলায় ৩ লাথ মানুষের বাস। তাদের সেবার জন্য রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স। রাস্তাগুলো ভাঙাচোরা থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রোগীদের পড়তে হচ্ছে বিপদে।

ডুমুরতলা গ্রামের ভ্যানচালক রহিম মিয়া বলেন, বিকল্প কোনো পথ না থাকায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ যেন চরমে। মহেশপুর হতে যাদবপুর, সামন্তা, খালিশপুর, পুড়াপাড়া, দত্তনগর, জিন্নানগর ছাড়াও পৌর এলাকার বিভিন্ন রাস্তার মাঝে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে।

করিমন চালক হান্নান জানান, জীবনের ঝুঁকি নিয়ে এসব ভাঙা রাস্তায় চলাচল করতে হয়। ইচ্ছা করে না গাড়ি নিয়ে রাস্তায় নামতে কিন্তু সংসার তো চালাতে হবে এ কারণেই বের হই। কেন যে রাস্তাগুলো ঠিক করছে না।

এলাকাবাসীর দাবি, জরুরি ভিক্তিতে এসব সড়ক মেরামত করা হোক।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।