যৌতুক না পেয়ে শ্বশুরকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৬ আগস্ট ২০১৬

ঝালকাঠিতে যৌতুক চেয়ে না পেয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করেছে বাচ্চু হাওলাদার নামে এক জামাই। গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শ্বশুর জাহাঙ্গীরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

এ ঘটনায় হামলাকারী জামাই বাচ্চু, তার ভাই রিপন ও বাবা মনোয়ার ওরফে শাহজাহানকে আসামি করে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করেছে আহত জাহাঙ্গীরের ছেলে সুমন।

মামলার অভিযোগে বলা হয়, আমার বোন সুরভী বেগমের সঙ্গে আসামি বাচ্চুর ১৪ বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই বাচ্চু সময় অসময়ে যৌতুকের দাবিতে আমার বোনকে নির্যাতন করে আসছে। তার দাবি অনুযায়ী যৌতুক না পাওয়ায় গত ৪ আগস্ট আমার বোনের পথরোধ করে তালাকনামায় জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা করে।

এ ঘটনার পর আমার বোন কৌশলে বাসায় এসে বিষয়টি বাবাকে জানালে তিনি বাচ্চুর কাছে এ ব্যাপারে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে একই দিন রাতে বাচ্চু, তার ভাই ও বাবাকে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় ওঁৎ পেতে থাকে।

অভিযোগে আরো বলা হয়, আমার বাবা রাত ৮টায় বাসায় ফেরার পথে তাকে খুন করার উদ্দেশ্যে পেছন থেকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আমার বাবা।

এ বিষয়ে সুমন জানায়, বাচ্চু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। ২০১৪ সালে কিস্তাকাঠি গ্রামের তাছলিমার স্বামী ওমর আলী বিশ্বাসকে কুপিয়ে জখম করাসহ তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে।

মোঃ আতিকুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।