সাপাহারে জামায়াতের নায়েবে আমির গ্রেফতার
প্রতীকী ছবি
নওগাঁর সাপাহারে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাওলানা আজিজুর রহমান উপজেলার করলডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় মাওলানা আজিজুর রহমান নাশকতা করার পরিকল্পনা করছিল। এ সময় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এসএস/এমএস