শরীয়তপুরে আ.লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


প্রকাশিত: ১১:১৮ এএম, ০৮ আগস্ট ২০১৬

শরীয়তপুর নড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম চুন্নুর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নড়িয়া রিটার্নিং অফিসার বিশ্বাস সুজন কুমার জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে সিরাজুল ইসলাম চুন্নু পেয়েছেন মাত্র ৪৯৩ ভোট। অপরদিকে বিদ্রোহী প্রার্থী নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম বাবু রাড়ি ৫ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম চুন্নু বলেন, দলীয় নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তারা কেন এমন করেছেন, তা আমি জানি না।
 
এ ব্যাপারে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন জানান, রাজনৈতিক জীবনে এটা আমার বড় কষ্ট। নৌকার পরাজয় মেনে নেওয়ার মত নয়। তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী পছন্দ না হওয়ায় এমন পরাজয়।

নড়িয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম চুন্নুকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া চারজন মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

উল্লেখ্য, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করলে মেয়রের পদ শূন্য হওয়ায় ৭ আগস্ট রোববার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছগির হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।