সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সিপিসি লক্ষীপুর ক্যাম্পের সদস্যরা সোমবার ভোরে উপজেলা সোনাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের সিদ্দিক মিয়ার ছেলে কামরুল হাসান (২০), সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের আবুর ছেলে আবদুল মান্নান ওরফে মনা (২০) ও একই ইউনিয়নের আবদুর রহমানের ছেলে রাজু (২১)।
র্যাব-১১ সিপিসি লক্ষীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে অভিযান চালায় র্যাব। এ সময় কুখ্যাত সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য কামরুল হাসান, সন্ত্রাসী আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি চাকু ও রামদা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী পাশের জমাদার বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী রাজুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, একটি ছুরি ও অস্ত্র তৈরির একটি যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মনা ও রাজু এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মিজানুর রহমান/এএম/এবিএস