বিস্ফোরক মামলায় বাবা-ছেলেসহ ১৬ জন জেলহাজতে


প্রকাশিত: ১১:৩০ এএম, ১১ আগস্ট ২০১৬

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া ভোটকেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ মামলায় বাবা-ছেলেসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রমনী রঞ্জন চাকমা তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলতি বছরের ২২ মার্চ সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ওই এলাকার ইস্রাফিল বাদী হয়ে বিস্ফোরক আইনে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হলে বুধবার বড়ইয়া এলাকার মো. মামুন হোসেন, মো. শাহিন খান, শাহ আলম, সোবাহান খান, নাজমুল হাসান, ফরিদ খান, শামীম খান, ছরোয়ার হোসেন, জামাল হাওলাদার, সোহেল খান, মাহবুব আলম, আশ্রাব আলী, সামসুল হক, সোহাগ হোসেন, মনির হোসেন, জয়নাল আবেদীনসহ ১৬ জন আদালতে হাজির হয়।

আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
    
আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।