কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারো ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়ায় বুধবার সকাল থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।
জানা যায়, নাব্য সংকটের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীর হাজরা নামক চ্যানেলে একটি বালু বোঝাই ট্রলার আটকে যায়। এসময় উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
কাওড়াকান্দি ফেরিঘাট ও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অব্যাহতভাবে কয়েক দিন ধরে পানি কমতে থাকায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলকারী চ্যানেলে তীব্র নাব্য সংকট দেখা দেয়। এরপর থেকে গত তিনদিন ধরে হাজরা চ্যানেল ও পদ্মা সেতু নির্মাণ সংলগ্ন আরেকটি চ্যানেল দিয়ে ফেরি চলাচল করে।
দুপুরে পদ্মা সেতু নির্মাণকারী কর্তৃপক্ষ ওই (পদ্মা সেতু নির্মাণ সংলগ্ন) চ্যানেলটি ফেরি চলাচলে জন্য নিষেধ করে বলে কর্তৃপক্ষ জানায়। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাজরা নামক চ্যানেলে একটি বালু বোঝাই ট্রলার আটকে যায়। ফলে এ রুটে ফেরি চলাচলকারী দুটি চ্যানেলই বন্ধ হয়ে যায়। এ কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 
বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ম্যানেজার আ. ছালাম মিয়া বলেন, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে দিনের বেলা ডাম্প, কে-টাইপ টানা ফেরি বাদে অন্য ফেরিগুলো চলাচল করতো। তবে সন্ধ্যায় হাজরা চ্যানেলে বালু বোঝাই ট্রলার আটকে আবারো ফেরি চলাচল বন্ধ রাখায় হয়েছে। তবে শিগগিরই আবার ফেরি চলাচল শুরু হবে বলেও তিনি জানান।
উল্লেখ্যে, বৈরী আবহাওয়ার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়ায় বুধবার সকাল থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। এ রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানী ঢাকাগামী দক্ষিণাঞ্চলের যাত্রীদের।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বুধবার বৈরী আবহাওয়ার কারণে ভোর থেকেই প্রচণ্ড বাতাস প্রবাহিত থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ছোট নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে লঞ্চ, স্পিডবোট ও স্বল্প পরিসরে ফেরি চলাচল শুরু করে।
এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর