৫৫ কি.মি. চারলেনের এক্সপ্রেসওয়ের উদ্বোধন শনিবার
ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত ৫৫ কিলোমিটার চারলেন এক্সপ্রেসওয়ের (মহাসড়ক) উদ্বোধন আগামীকাল হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত চারলেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।
শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জ সংলগ্ন কেরানীগঞ্জ থানার তেঘড়িয়া এলাকায় পরিদর্শনকালে এসব কথা জানান সেতুমন্ত্রী।
তিনি জানান, ঢাকার পোস্তগোলা ও বাবু বাজার থেকে মাদারীপুরের পাঁচ্চর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার চারলেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ শিগগিরই করা হবে। এ নির্মাণ কাজে ব্যয় হবে ৬ হাজার ২শ’ ৫ কোটি টাকা।
সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হওয়ার আগেই চারলেন এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনদ অধিদফতর ও বাংলাদেশ সেনাবাহিনী।
এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষ নির্বিঘ্নে যাতায়ত করতে পারবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর