আইএস পরিচয় দেয়া সেই হুমকিদাতা আটক


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৩ আগস্ট ২০১৬

ব্রাকের এক কর্মকর্তা ও এক অধ্যাপকে আইএসআই পরিচয় দিয়ে হুমকি দেয়া সেই  অসিত কুমার দাসকে (৫২) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের দশানী এলাকা থেকে তাকে আটক করে।

শনিবার সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

আটক অসিত কুমার দাস বাগেরহাট শহরের দশানী বারোয়ারী মন্দির সংলগ্ন প্রয়াত মনিন্দ্রনাথ ওরফে মনি লাল দাসের ছেলে। তার গ্রামের বাড়ি জেলার কচুয়া উপজেলার সংদিয়া গ্রামের। হুমকি প্রাপ্ত কলেজ শিক্ষকের বাড়িও কচুয়া উপজেলার একই গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, আটক অসিত কুমার দাস বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক অরুন কুমার চক্রবর্তী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের বাগেরহাট সদর ব্রাঞ্চের ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে আইএস পরিচয় দিয়ে চিঠিতে হুমকি দেয়।

পরে ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে আইএস পরিচয় দিয়ে হুমকি দেয়া অসিতকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সুপার আরো জানান, অসিত কুমার দাস ওই দুই ব্যক্তিকে হুমকি দিয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে।

অসিত দাস দাবি করেছে, ব্যক্তিগত বিবাদ ও ঋণ সংক্রান্ত বিরোধের জের ধরে সে ওই দুই জনকে হুমকি দেন। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

শওকত আলী বাবু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।