ঝালকাঠি জেলা কারাগারের নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০১৬

ঝালকাঠি জেলা কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগারের বাইরে এবং ভেতরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছেন।

জেলার মো তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, দুষ্কৃতিকারীরা সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ জন্য কারাগারের কারারক্ষীদের বাড়তি সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কারাগারের প্যারামিটার ওয়ালের (সীমানা প্রাচীর) বাইরে রাতে এবং দিনে কারারক্ষীদের প্রহরা দিচ্ছে। এছাড়া বন্দিদের সাক্ষাতে আগত দর্শনার্থীদের সার্বিকভাবে তল্লাশি করা হচ্ছে।

কারাগারে বন্দিদের সুবিধার কথা উল্লেখ করে তারিকুল ইসলাম বলেন, নিয়মিত স্বাস্থ্য সেবার জন্য ফার্মাসিস্ট দ্বারা চেকআপ এবং বিনামূল্যে মানসম্পন্ন সরকারি ঔষধ প্রদানের ব্যবস্থা রয়েছে। কোনো বন্দি অসুস্থ হলে তার জন্য সদর হাসপাতালের চিকিৎসককে দিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি আরো বলেন, বন্দিদের আলোর পথ দেখিয়ে আলোকিত করতে রয়েছে সুদৃশ্য ও পরিবেশ সম্মত লাইব্রেরি। এখানে বইয়ের চাহিদা জানিয়ে আইজি প্রিজন বরাবরে প্রতিবেদন পাঠালে কয়েকদিন পূর্বে বেশ কিছু বই এসেছে। বর্তমানে লাইব্রেরীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয়, দার্শনিক, মুক্তিযুদ্ধ, কৃষি বিষয়কসহ নানা ধরনের বই রয়েছে।

কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাতের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের তল্লাশি করা হয়। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী যথাসময়ে আসতে না পেরে সামান্য বিলম্ব হলে স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়।

মো. আতিকুর রহমান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।