শিক্ষককে হত্যার হুমকি দিয়ে জেএমবির চিঠি


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৬ আগস্ট ২০১৬

নওগাঁ জেলার ধামইরহাটে আগ্রাদ্বিগুন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহম্মেদকে হত্যার হুমকি চিঠি দিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।

সোমবার ওই শিক্ষককে হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষক সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোমবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার নিচ দিয়ে কে বা কারা একটি চিঠি রেখে যায়। চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়।

চিঠিতে ওই শিক্ষককে চলতি মাসের ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভালো হয়ে যাওয়ার জন্য বলা হয়। সেই সঙ্গে নামাজ পড়া, আল্লাহর পথে আসা, কুফরি কাজ না করার জন্য চিঠিতে বলা হয়। চিঠিতে মৃত্যু, মরদেহ এবং কিছুটা অঙ্কিত ইংরেজিতে জেএমবি লেখা রয়েছে।

ধামইরহাট থানা পুলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. মশিউর রহমান বলেন, শিক্ষক বেনজীর আহম্মেদকে হুমকি দেয়া হয়েছে। সোমবার তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আব্বাস আলী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।