শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ-সিবোট বন্ধ


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ আগস্ট ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে মাত্র চারটি রো রো ফেরি দিয়ে চলছে যান পারাপার। বাকি ১৩টি ফেরি বন্ধ থাকায় যান পারাপার ব্যাহত হচ্ছে। এছাড়া এ রুটে লঞ্চ ও সিবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির সহকারী জেনারেল ম্যানেজার খালেদ নেওয়াজ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল করতে পারছে না। এ অবস্থায় মাত্র চারটি রো রো ফেরি দিয়ে পারাপার অব্যাহত রাখা হয়েছে।

munshiganj

তবে সকাল ৭টার দিকে দুটি কে-টাইপ ফেরি শিমুলিয়াঘাট থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর আবহাওয়া অনুকূলে না থাকায় রো রো ফেরিই পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে।

এদিকে বিআইডব্লিউটিএর মাওয়া নৌ-বন্দরের নৌ-ট্রাফিকের পরিদর্শক মো. সোলায়মান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পদ্মা উত্তাল হয়ে উঠলে সকাল ৯টার দিকে নৌরুটে চলাচলকারী সকল লঞ্চ ও সিবোট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।