হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আটক ৯
হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার থেকে জঙ্গি সন্দেহে মাদরাসা ও কলেজের নয় ছাত্রকে আটক করেছে পুলিশ। তাদের সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার দুপুরে বৈদ্যেরবাজার থেকে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন মাদরাসা, স্কুল এবং কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
আটকৃতরা হলেন, মাধবপুর উপজেলার পুটানিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোশাহিদ(২০), পুরাইখলা গ্রামের নুর মিয়ার ছেলে আমিনুল(১৯), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রেজাউল করিমের ছেলে আনোয়ার হোসেন(১৬), বাহুবল উপজেলার লামাতাশী গ্রামের সাদেক মিয়ার ছেলে শফিকুল(১৫), হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ছমির আলীর ছেলে জাহাঙ্গীর(১৯), ময়নাবাদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে এনামুল হক(১৯), চুনারুঘাট উপজেলার বড়গাঁও গ্রামের আলা উদ্দিনের ছেলে আক্রাম হোসেন, ফুলবাড়িয়া গ্রামের চনু মিয়ার ছেলে তাহমিদ(১৯) ও সদর উপজেলার বনগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে আবু বকর(১৮)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ওই বাজারে একটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করতে যান। এ সময় ওই নয় ছাত্রের গতিবিধি দেখে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেন তিনি। পরে এসে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বুধবার দুপুরে তারা বৈদ্যেরবাজারে বসে আড্ডা দিচ্ছিল বা সভা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে আড্ডার কারণ জানতে চাওয়া হয়।
তবে তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তাদের অভিভাবকদেরও খবর দেয়া হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্কুল, কলেজ এবং মাদরাসা ফাঁকি দিয়ে কেন তারা এখানে আড্ডা দিচ্ছিল।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি