এমপিকে জেএমবির নামে হুমকি : বাস্তুহারা লীগের সভাপতি বহিষ্কার


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৯ আগস্ট ২০১৬

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জেএমবির নামে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দারকে বহিষ্কার করা হয়েছে।

ঝিনাইদহ জেলা বাস্তুহারা লীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সংগ্রাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দারকে সংগঠন পরিপন্থী ও অরাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন বাবুর নির্দেশে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।

Jhenidahজানা গেছে, রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো চিঠিটি গত রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার হাতে পৌঁছায়। কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দার নিজেই এই চিঠি পাঠিয়ে প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলেছেন। বাস্তুহারা লীগের ঝিনাইদহ জেলা কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই চিঠিতে এমপি আনার ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রিপন জোয়ার্দারকে জঙ্গিবিরোধী নেতা আখ্যায়িত করে আগামী ৭ দিনের মধ্যে তাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

আরও জানা যায়, রিপন জোয়ার্দার স্থানীয় এমপির নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেয়ার নামে প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ায় রিপন জোয়ার্দার দল ও স্থানীয় এমপির অনুকম্পা অর্জনের জন্য জেএমবির নামে স্থানীয় এমপি আনোয়ারুল আজিম আনার ও নিজেকে হুমকি দিয়ে নিজেই চিঠি ছাড়েন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।