ঝিনাইদহে বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত : ফসলের ক্ষতি
গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ঝিনাইদহের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে কয়েক শত হেক্টর আউশ ধানের ক্ষেত। ক্ষতির সম্মুখিন হয়েছে সবজি ক্ষেতও।
মাঠ থেকে ধান কাটার সময় প্রাকৃতিক এ দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন শত শত কৃষক। জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে এসব চিত্র।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার ২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের কৃষক দলিল উদ্দিন জানান, তার ৫ বিঘা জমির আউশ ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। মাঝে ২ দিন রোদ হলেও আবারো বৃষ্টি শুরু হয়েছে। এ এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় পানিতে ধান ডুবে গেছে।
একই উপজেলার শেখপাড়া গ্রামের সবজি চাষি টিপু বলেন, তার কয়েক বিঘা সবজি ক্ষেত নষ্টের মুখে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার কুন্ডু বলেন, দুদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে প্রায় ৫শ হেক্টর আউশ ধানের ক্ষেত। দুই এক দিনের মধ্যে পানি নেমে না গেলে ক্ষতির মুখে পড়বে চাষিরা। এছাড়া ৫০ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হতে পারে।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক জানান, বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চলে ধানের জমি ডুবে গেছে। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার পরামর্শ ও সাহায্য করা হচ্ছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর