মাদারীপুরে ডাকাতের গুলিতে নিহত ১


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

মাদারীপুরের শিবচরে উপজেলায় ডাকাতদের ছোড়া গুলিতে জাহাঙ্গীর বেপারী নামে এক চানাচুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক নারীসহ অন্তত ৪ জন।বৃহস্পতিবার ভোর তিনটায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ভদ্রাসন ইউনিয়নের কাইকরপাড়ার নুরুল ইসলাম বেপারীর ছেলে।

আহতরা হলেন সুশান্ত সাহা, প্রশান্ত সাহা, চম্পা সাহা ও বাড়ির মালিক জঙ্গল সাহা গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে তিনটার দিকে কাইকরপাড়া এলাকার মুদি ব্যবসায়ী জঙ্গল সাহার বাড়ির দরজা ভেঙে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে।

বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতির ঘটনা বুঝতে পেরে এগিয়ে আসে। মালামাল লুট করে যাওয়ার সময় ডাকাতদের ধাওয়া দেয় এলাকাবাসী।এ সময় ডাকাতরা এলাকাবাসীকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে প্রতিবেশী জাহাঙ্গীর বেপারী ঘটনাস্থলেই নিহত হন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খান জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।