ভৈরবে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত


প্রকাশিত: ১০:৩১ পিএম, ২০ আগস্ট ২০১৬

কিশোগঞ্জের ভৈরবে স্বামীর পিটুনিতে রিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ভৈরব পৌরসভার কালীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পারিবারিক  বিরোধের জের ধরে স্বামী শামীম মিয়া তার স্ত্রী রীমা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ওখান থেকে ভৈরব উপজেলা হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নূর মোহাম্মদ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।