কিশোরগঞ্জে স্কুলছাত্র রহস্যজনক নিখোঁজ
কিশোরগঞ্জে ইফতেখার রহমান হাসিব (১৪) নামে এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন রয়েছে।
রোববার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-১৬৬০।
নিখোঁজ রহমান হাসিব শহরের আজি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিরছাত্র এবং করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঢালাপাড় এলাকায়। কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ মোড় এলাকায় হাসিব বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
পরিবারের ধারণা হাসিব কোনো পাচারকারীর খপ্পরে পড়েছে। এরই মধ্যে কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলায় হাসিব রয়েছে বলে তার বাবার কাছ থেকে বিকাশের মাধ্যমে দু’দফায় দুই হাজার টাকা নেয়া হয়েছে। তবে কে বা কারা সে টাকা নিয়েছেন তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিখোঁজ স্কুলছাত্র হাসিবের বাবা মো. হাবিুর রহমান জানান, গত ১৭ আগস্ট বিকেল ৩টার দিকে তার ছেলে ইফতেখার রহমান হাসিব শহরের নীলগঞ্জ এলাকার বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
২০ আগস্ট শনিবার রাত সাড়ে ১০টার দিকে (০১৬৭১২১১৮১০) নাম্বার থেকে এক ব্যক্তি ফোন করে জানায়, হাসিব কুস্টিয়া জেলার ভেড়ামাড়ায় আছে। ওই ব্যক্তি হাসিবের বাবাকে একটি বিকাশ নাম্বার দিয়ে ওই নাম্বারে এক হাজার টাকা বিকাশ করতে বলেন। এ সময় হাসিবও তার বাবার সঙ্গে কথা বলে জানায় বিকাশে টাকা এলেই সে বাড়ি ফিরে আসবে।
হাবিবুর রহমান ওই রাতেই এক হাজার টাকা বিকাশ করেন। কিন্তু এরপর থেকে ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।
রোববার সকাল সাড়ে ১১টায় ০১৯১২০৬৭৪৪১ নাম্বার থেকে আবারো হাবিবুর রহমানের কাছে ফোন করে এক ব্যক্তি জানায়, আপনার ছেলে আমার দোকানে আছে। গতকাল পাঠানো টাকা উত্তোলন করা যায়নি। এখন (০১৭৭৩৭৭৭৭১৮) নাম্বারে এক হাজার টাকা বিকাশ করেন। তার কথা মতো দুপুরের দিকে আরো এক হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু এরপর থেকে আর কোনো খবর পাওয়া যাচ্ছে না।
এদিকে যে মোবাইল থেকে হাসিবের বাবার কাছে ফোন করা হয়েছিল, সে নাম্বারে রিং হলেও কেউ রিসিভ করছে না। এ অবস্থায় স্কুলছাত্র হাসিবের বাবা-মা দুশ্চিন্তায় পড়েছেন।
নূর মোহাম্মদ/এএম/এবিএস