মেহেরপুরে দুই সাব-রেজিস্ট্রার কারাগারে
মেহেরপুরে সরকারি খাস জমি জালিয়াতির ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাজে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগে মেহেরপুরের দুই সাব-রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডল ও সাহিদুর রহমানকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
বর্তমানে আব্দুর রশিদ মন্ডল নোয়াখালী জেলায় এবং সাহিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেষপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
রোববার সকালে দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে তাদের আটক করে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ এনে মামলা দিয়ে দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করে দুদক। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফফার জানান, ২০১১ সালে মেহেরপুরে ১৮টি জাল দলিলের মাধ্যমে ১৮ জনের নামে সরকারি খাসজামি বন্দোবস্ত দেওয়া হয়। ওই মামলাটি তদন্তের স্বার্থে জমির দলিলসহ প্রয়োজনীয় নথিপত্র তলব করে দুদক। কিন্তু দীর্ঘদিন ধরে নানা অজুহাতে সাব-রেজিস্ট্রার আব্দুর রশিদ ও সাহিদুর রহমান নথিপত্র সরবরাহ থেকে বিরত থাকেন।
এতে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ এনে তাদের রোববার সকালে কুষ্টিয়া থেকে আটক করে দুদক। এরপর তাদের বিরুদ্ধে এদিন দুপুরে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়। বিকেলে তাদের মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বিচারক মহিদুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
আতিকুর রহমান টিটু/এফএ/আরআইপি