রাজবাড়ীতে ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ আগস্ট ২০১৬

রাজবাড়ী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। জেলা সদরের রামকান্তপুর, মিজানপুর ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কয়েক শতাধিক ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা ভেঙে গেছে।

রোববার দুপুর ২টার দিকে হঠাৎ করেই তীব্র ঘূর্ণিঝড় বয়ে যায়।

RAJBARI

ঘূর্ণিঝড়ে সদরের রামকান্তপুর ইউনিয়নের কাজিবাদা, বেথুলিয়া নতুনপাড়া ও ডাঙ্গিপাড়া এবং মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর ও বড় চর বেনিনগর, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের দুই শতাধিক কাঁচা ও আধাপাকা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি কয়েক হাজার গাছপালা ও ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা তৈরি করে দ্রুত ক্ষতিগ্রস্তদের দুই হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।

RAJBARI

রুবেলুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।