চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন
ঝিনাইদহে টাকা চুরির অভিযোগে পিয়াস নামের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক দোকান মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন।
ঘটনার শিকার কালীগঞ্জ উপজেলার চাপাতলা গ্রামের দিনমজুর জহির উদ্দিনের ছেলে পিয়াস জানায়, ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটের তিজারত ইলেকট্রনিক্সে ৬ মাস আগে সপ্তাহে ১শ টাকা মজুরির বিনিময়ে কর্মচারীর কাজ নেয় সে।
গতকাল রোববার সন্ধ্যায় মালিক তিজারত হোসেন দোকান থেকে বের হয়ে বাইরে যান। ফিরে এসে ক্যাশ বাক্সে থাকা ৭শ টাকা না পেয়ে চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মার শুরু করেন।
এসময় দোকান মালিক তিজারত তাকে হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। পরে অন্যান্য দোকানিরা এসে তাকে উদ্ধার করে। রাত ১২ টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মেকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস